তিনি বলেন, “আমি বলেছিলাম, যা কিছুই হোক, শেষ পর্যন্ত খেলব। প্রথম দিনেই ঘোষণা দিয়েছিলাম, গতকালকেও আমি বলেছি, আজকেও সকালেও বলেছি যে, আমি শেষ পর্যন্ত দেখব। সেই সঙ্গে আমি এটাও কিন্তু বলেছি, বারবার বলেছি—ক্যাটাগরি এক এবং দুইয়ে যেভাবে নির্বাচন হয়েছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। নির্বাচন শুধুমাত্র নির্বাচনের দিন আপনারা যে ব্যালট পেপার দেখেন, সেটা নির্বাচনের রায় কিন্তু নয়।” দেবব্রত আরও বলেন, তিনি দীর্ঘদিন বিসিবির সঙ্গে জড়িত একজন সংগঠক ও কাউন্সিলর হিসেবে পরিস্থিতি জানেন; তবু নীচে নামার পর “এত তলানিতে পৌঁছাবে” তা ভাবতেই পারেননি — এবং নির্বাচনের ফলাফল দেখে তিনি হতাশ। তিনি দাবী করেন, “২৫টার মধ্যে (পরিচালক পদ) প্রায় ২৩-২৪টা পেয়ে গেছে একটি প্যানেল, যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।” দেবব্রত অভিযোগ করেন, নির্বাচনের সময়ে ক্রীড়া উপদেষ্টার মতো সর্বোচ্চ ব্যক্তি বিভিন্ন মিটিং...