দীর্ঘ সময় গণমাধ্যম থেকে দূরেই ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবার প্রায় দুই দশক পর কোনও গণমাধ্যমকে সাক্ষাৎকার দিলেন তিনি। তারেক রহমান কথা বলেছেন বিবিসি বাংলার সাথে। মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্ব বিবিসি বাংলা প্রকাশ করে। এ সময় সংস্কার, অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে আলোচনা করেন তিনি। বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষের ওপর আঘাত এলে মেনে নেয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সম্পর্ক কেমন এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, বিষয়টি রাজনৈতিক এটি কোনও ব্যক্তিগত বিষয় নয়। আমরা চাই অন্তর্বরতীকালীন সরকার সফল হোক। অর্থাৎ এখানে দুটি বিষয় আছে। একটি হলো সংস্কার, আরেকটি প্রত্যাশিত সুষ্ঠু নির্বাচন। কিছু সংস্কার যেগুলো না করলেই নয় এসব করাসহ একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আয়োজন করাই এই সরকারের...