০৭ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১১:০৩ এএম ভারতে ভারী বর্ষণ ও পাহাড় ধ্বসে বগুড়ার সারিয়াকান্দি যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়েছে ভেসে আসছে গাছ পালা ও মৃত পশু । মঙ্গলবার ভোর থেকে কালিতলা স্থানে যমুনা নদী দিয়ে গাছের গুঁড়ি ভেসে আসতে শুরু করে। স্থানীয় নদীতীরবর্তী এলাকার ছোট থেকে বৃদ্ধ শত শত নারী পুরুষ নৌকা, দড়ি ও বাঁশের লগি ব্যবহার করে গাছের গুঁড়ি, ডাল, শেকড় সংগ্রহ করতে শুরু করে। একেকজন প্রায় ২ থেকে ৫ মন করে জ্বালানি কাঠ সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দা ওবায়দুল জানান, "মঙ্গলবার ভোর থেকে যমুনা নদী দিয়ে গাছের গুঁড়ি ডালপালার সঙ্গে মাঝে মাঝে মৃত পশু ভেসে যেতে দেখা যাচ্ছে। এলাকাবাসী ধারণা করছেন, ভুটান ও ভারতে ভারি বৃষ্টিপাতের কারণে বনাঞ্চল, পাহাড়ধস বা নদী ভাঙনের ফলে...