ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর গত এক বছর চাঁদপুর জেলার সবগুলো নির্বাচনী এলাকায় রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে চাঙ্গা ভাব বিরাজ করছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রতিযোগিতামূলক প্রচারণা ও গণসংযোগ চালিয়ে যাচ্ছে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের সম্ভাব্য প্রার্থীরা। তবে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অনেকেই থাকেন নির্বাচনী এলাকার বাইরে। বিশেষ করে ছুটির দিনগুলোতে তাদের আগমণ ঘটে নিজ এলাকায়। সম্প্রতি নির্বাচনী তফসিলের সম্ভাব্য সময় ঘোষণার পর নেতাদের আগমন বেড়েছে নিজ এলাকায়। সামাজিক ও রাজনৈতিক সভা এবং আলোচনায় অংশগ্রহণ করছেন এসব নেতারা। জেলা নির্বাচন কার্যালয়ের সর্বশেষ তথ্যানুযায়ি এই আসনের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় পুরুষ ভোটার সংখ্যা ২লাখ ৫১ হাজার ৯০৬জন, মহিলা ভোটার সংখ্যা ২লাখ ৭০ হাজার ২০১জন। সর্বমোট ভোটার সংখ্যা ৫লাখ ২২হাজার ১০৭জন। হিজড়া ভোটার দুইজন। খোঁজ নিয়ে জানা যায়, এই আসনে...