সাধারণ জ্ঞানের গুরুত্ব কতটা বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এসএসসি, ব্যাংকিং বা রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে নিয়মিত। এমনকি যারা মেধাবী ছাত্রছাত্রী, তারাও পাঠ্যবিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞানের নানা তথ্য জানার চেষ্টা করে। আজকের প্রতিবেদনে রইলো এমনই কিছু অজানা কিন্তু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ১️)পাসওয়ার্ডের বাংলা কী?শব্দ সংকেত বা গুপ্ত মন্ত্র। ২️)পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন কে?ভারতীয় জ্যোতির্বিদ আর্যভট্ট। ৫️)চাঁদের বুকে ইন্টারনেট কে পৌঁছে দিয়েছে?মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)। ৬️)পশ্চিমবঙ্গে কোথায় সবচেয়ে বেশি কয়লা পাওয়া যায়?রানীগঞ্জে। ৮️)কোন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি ললিউড নামে পরিচিত?পাকিস্তান। ৯️)লালা লাজপত রায়ের মৃত্যুর প্রতিশোধে ভগৎ সিং কাকে হত্যা করেন?ব্রিটিশ অফিসার জন স্যান্ডার্সকে। ১️২️)কোন দেশের ট্রেন কখনো এক...