পাবনার ভাঙ্গুড়ায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে শাওন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণ পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সে ভবানীপুর ভাটোপাড়া মহল্লার অবসরপ্রাপ্ত সেনাসদস্য রঞ্জু আহমেদের ছেলে ও বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্ধু রাফিকে সঙ্গে নিয়ে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে শরৎনগর বাজারের দিকে যাচ্ছিলেন শাওন। পথে পৌনে ৭ টার দিকে উপজেলার ভবানীপুর দক্ষিণপাড়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান তারা। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা ইঞ্জিনচালিত ভটভটি গাড়িতে মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন শাওন আর পাশের খড়ের গাদায় গিয়ে পড়েন বন্ধু রাফি।...