সাংবাদিক আয়াত হত্যায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ফেসবুকে দেওয়া একটি সচেতনতামূলক পোস্টকে কেন্দ্র করে বাগেরহাটের সাংবাদিক এএসএম হায়াত উদ্দিনকে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে বাগেরহাট জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার (৫ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর আশুলিয়া পল্লী বিদ্যুৎ এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সোমবার (৬ অক্টোবর) বিকেলে আদালতে সোপর্দ করার পর তারা হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- মো. ওমর ফারুক ওরফে ইমন হাওলাদার (২৫) এবং মো. আশিকুল ইসলাম ওরফে আশিক (২৫)। তারা দুজনই বাগেরহাট সদর উপজেলার গোপালকাটি গ্রামের বাসিন্দা। বাগেরহাট জেলা গোয়েন্দা পুলিশের এসআই স্নেহাশিস দাশ বলেন, “পুলিশ সুপারের নির্দেশনায় গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল প্রযুক্তিগত সহায়তা...