বন্যা বিপর্যস্ত পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা। ওই জেলার নাগরাকাটা অঞ্চল পরিদর্শনে গিয়ে তৃণমূল কর্মীদের মলার শিকার হয়েছেন দুই বিজেপি নেতা। তারা হলেন- মালদহ উত্তরের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। সোমবার (৬ অক্টোবর) সকালে রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন। সাংসদকে এইমসে নিয়ে যাওয়ার চিন্তাভাবনা চলছে বলে জানালেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সোমবার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিজেপির বিধায়ক সাংসদ গাড়িতে যাচ্ছিলেন বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে। আচকাই তৃণমূলের দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ। শঙ্কর ঘোষ একটি ভিডিও সামনে এনেছেন, যেখানে দেখা যাচ্ছে, খগেন মুর্মু রক্তাক্ত অবস্থায় গাড়ির মধ্যে বসে রয়েছে। রক্তে তাঁর পাঞ্জাবি ভিজে যাচ্ছে। ভেঙে গিয়েছে গাড়ির পুরো কাচ। হামলার মুখে পড়ে যখন কোনও ক্রমে বেরিয়ে যাচ্ছিলেন সাংসদ ও বিধায়ক,...