স্পোর্টস ডেস্ক: বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগামী চার বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন আমিনুল ইসলাম বুলবুল। সোমবার ৬ অক্টোবর) প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হয়। পরিচালনা পর্ষদের নির্বাচনে ২৫ জন পরিচালক নির্বাচিত হন। ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন। সভাপতির পাশাপাশি দু’টি সহ-সভাপতির পদেও কোন প্রতিদ্বন্দ্বি ছিল না। ক্যাটাগরি-১এ বরিশাল বিভাগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসেন। ক্লাব ক্যাটাগরি থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক আহমেদ। বিসিবি সভাপতি নির্বাচিত হবার পর বুলবুল বলেন, ‘আমার মূল কাজ ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমি আগেও বলেছি, ক্রিকেটকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার এখনই উপযুক্ত সময়। আগামী চার বছরের জন্য আমরা পরিকল্পনা করব। আশা করি, আমরা সফল হতে পারব।’ এর আগে পরিচালনা পর্ষদের নির্বাচনে ঢাকা বিভাগের...