বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হাকিম বলেছেন, আমরা ক্ষমতাকে ভোগের বিষয় মনে করি না, ত্যাগের বিষয় মনে করি। সোমবার (৬ অক্টোবর) বিকেলে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলা মডেল মসজিদের মিলনায়তনে পঞ্চগড়-২ আসনের জামায়াতে ইসলামীর দায়িত্বশীলদের নিয়ে নির্বাচনী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মাওলানা আব্দুল হাকিম বলেন, জামায়াতে ইসলামীর কাছে রাজনীতি পেশা নয়, রাজনীতি হচ্ছে মানুষের সেবা করা এবং অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা। আমাদের আমিরে জামায়াত ঘোষণা করেছেন আমাদের এমপিরা সরকারি প্লট নিবে না, ট্যাক্স ফ্রি গাড়িতে চড়বে না। সামনে আরো অনেক ঘোষণা আসবে। তিনি আরও বলেন, জামায়াতে ইসলামীকে যারা সাম্প্রদায়িক তকমা দিয়েছিলো তারা তাদের সম্প্রদায় নিয়ে ভারতে পালিয়ে গিয়েছে। জামায়াতে ইসলামী এদেশের সকল নাগরিকদের নিয়ে ইসলাম নির্দেশিত আদর্শ ও ইনসাফভিত্তিক সমাজ কায়েম করবে। বাংলাদেশের মানুষ...