হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি মাদক ও চোরাচালান দমনে কঠোর ভূমিকা পালন করে যাচ্ছে। এরই অংশ হিসেবে মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের দুর্লভপুর নামক স্থানে বিজিবি ও সেনাবাহিনী যৌথ অভিযান পরিচালনা করে একটি বাড়ীতে মজুদ রাখা চোরাই পথে আনা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস এবং সিগারেট জব্দ করেছে। সোমবার মধ্যরাতে এসব তথ্য নিশ্চিত করেন ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ তানজিলুর রহমান। দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার কনকপুর ইউনিয়নের দুলর্ভপুর এলাকা দিয়ে চোরাকারবারীরা ভারতীয় মদ, গাঁজা, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার চোরাচালানী পণ্য বহন করে মজুদ করছে এবং সুবিধাজনক সময়ে ছোট পিকআপ ভ্যান ও কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে। এমন তথ্য সেনাবাহিনী ও বিজিবির নজরে আসলে ওই এলাকায় উভয় বাহিনী নজরদারী বৃদ্ধিসহ গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর অংশ হিসেবে সেনাবাহিনীর মৌলভীবাজার অস্থায়ী...