গত সেপ্টেম্বরের শেষে যখন উসমান দেম্বেলে ২০২৩ সালের ব্যালন ডি'অর উঁচিয়ে ধরছেন, তখন নেইমার হাসপাতালের বিছানায় শুয়ে বছরের তৃতীয় চোটের চিকিৎসা নিচ্ছিলেন এবং একইসঙ্গে একটি অনলাইন পোকার টুর্নামেন্টে অংশ নিচ্ছিলেন। সেই টুর্নামেন্টে ৩৩ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তারকা দ্বিতীয় স্থান অর্জন করে প্রায় ৭৩ হাজার ৮০০ পাউন্ড প্রাইজমানি জেতেন। একসময় বার্সেলোনায় যার জায়গায় খেলতে এসেছিলেন, সেই দেম্বেলেকে স্বপ্নের ট্রফি জিততে দেখার দিনে এই অর্থ ছিল নেইমারের জন্য এক ছোট সান্ত্বনা মাত্র। জানুয়ারিতে শৈশবের ক্লাব সান্তোসে ফেরার পর থেকে নেইমার প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন। ফুটবলের চেয়ে মাঠের বাইরের নানা কর্মকাণ্ডের জন্যই তিনি বেশি মনোযোগ কেড়েছেন। ১২ মৌসুম পর তার ঘরে ফেরাটা পিএসজি এবং সৌদি আরবের আল হিলালে হতাশাজনক অধ্যায় শেষে খেলায় মনোযোগ ও হারানো ফর্ম ফিরে পাওয়ার একটি সুযোগ হিসেবে দেখা...