নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ এবং ইংল্যান্ড বড় ব্যবধানে জয় দিয়েই শুভ সূচনা করেছে নারী বিশ্বকাপে। পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে মাত্র ৬৯ রানে অলআউট করে দিয়ে ইংল্যান্ড জয় পেয়েছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে। গুয়াহাটিতে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে পরস্পর মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং ইংল্যান্ড। ইংল্যান্ড এবং বাংলাদেশ নারী ক্রিকেট দল একে অপরের কাছে খুব বেশি পরিচিত নয়। ২০২২ বিশ্বকাপ ছাড়া আর কখনও দুই দল মুখোমুখি হয়নি। যে কারণে ইংরেজদের বিপক্ষে আজ এক বিরল পরীক্ষার মুখোমুখি বাংলার বাঘিনীরা। বাংলাদেশ সময় আজ বিকাল সাড়ে ৩টায় শুরু হবে ম্যাচটি। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা ম্যাচের আগের দিন বলেছেন, ‘এই মঞ্চেই আমাদের নিজেদের সামর্থ্য প্রমাণ করতে হবে, যাতে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মতো দলগুলো ভবিষ্যতে আমাদের সঙ্গে খেলতে...