চশমার বাড়তি ঝামেলা থেকে মুক্তি পেতে কিংবা চোখের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে কন্টাক্ট লেন্স ব্যবহার করে থাকেন অনেকে। কিন্তু এ লেন্স ব্যবহারে নানা নিয়ম মানতে হয়। না হলে চোখে ইনফেকশন, লালচে ভাব, এমনকি দৃষ্টিশক্তির সমস্যা হতে পারে। ফলে কিনবেন কোথা থেকে, যত্ন নিবেন কীভাবে সবকিছুতেই বাড়তি সতর্কতা দরকার। হাজার হোক চোখ ভীষণ সংবেদনশীল। -লেন্স লাগানোর আগে ও খুলে ফেলার আগে সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিন। নখ লম্বা হলে কেটে ফেলুন, নখে ময়লা থাকলে লেন্স ছিঁড়ে যেতে পারে। লেন্স সলিউশন ছাড়া কখনোই ধোবেন না—ট্যাপ ওয়াটার বা লালা ব্যবহার করা বিপজ্জনক। -নির্দিষ্ট সময়ের বেশি লেন্স চোখে রাখবেন না। রাতে ঘুমানোর সময় লেন্স খুলে রাখবেন। মেয়াদোত্তীর্ণ লেন্স বা সলিউশন ব্যবহার করবেন না। -প্রতিবার ব্যবহারের পর কেস খালি করে ধুয়ে শুকিয়ে...