কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে দুধকুমার নদী দিয়ে ভারত থেকে ভেসে এসেছে শেকড়সহ উপড়ে পড়া গাছসহ হাজার হাজার গাছের গুঁড়ি।রবিবার (৫ অক্টোবর) বিকেল থেকে সোমবার বিকেল পর্যন্ত উপজেলার শিলখুড়ি ইউনিয়ন দিয়ে ভারতীয় এসব গাছ পানির স্রোতের সাথে বাংলাদেশে ঢোকার ঘটনা ঘটে।স্থানীয়দের ধারণা, ভারতে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসে পানির স্রোতে বন থেকে এসব গাছ ভেসে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ভুরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা ও শালঝোড়, চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এবং পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী এলাকার দুধকুমার নদীর তীর থেকে এসব গাছ তুলে নিচ্ছেন স্থানীয়রা।চরভুরুঙ্গামারী ইউনিয়নের ইসলামপুর এলাকার রফিকুল জানান, রোববার বিকেলের পর থেকে মধ্যরাত পর্যন্ত নদী দিয়ে গাছপালা আসতে দেখে শতশত মানুষ গাছ ধরতে নদীতে নেমে পড়ে। অসংখ্য গাছ ভাটির দিকে ভেসে চলে যায়। যে গাছগুলো তুলে নেয়া হয়েছে সেগুলো খড়ি হিসেবে ব্যবহার...