বৌদ্ধ ধর্মাবলম্বীদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। বছরের এই সময়টায় আকাশজুড়ে ফানুশের আলোয় যেন রঙ ছড়িয়ে পড়ে শান্তি আর আনন্দের বার্তা। দিনভর নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে বৌদ্ধ ভক্তরা পালন করেন এই মহিমান্বিত উৎসব। ছবি: মাহবুব আলম এদিন রাজধানীর মেরুল বাড্ডা বৌদ্ধ ফেডারেশন বিহারে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। সাদা পোশাকে নারী-পুরুষ, শিশু ও প্রবীণ-সবাই হাজির হয়েছেন প্রার্থনা ও পূজায় অংশ নিতে। কেউ ফুল ও ধূপে পূজা দিচ্ছেন, কেউ বা মন্ত্রোচ্চারণে নিমগ্ন। বিহারের আঙিনায় ছড়িয়ে পড়েছে চন্দনের গন্ধ, ঘণ্টাধ্বনি আর শান্তির সুর। দিনের প্রথম ভাগে বৌদ্ধ ভিক্ষুরা কঠিন চীবর দান ও প্রার্থনা সম্পন্ন করেন। এরপর ভক্তরা অংশ নেন দান-ধ্যান ও আলোচনায়। সন্ধ্যা নামতেই শুরু হয় উৎসবের সবচেয়ে মনোমুগ্ধকর আয়োজন ফানুশ উড়ানো। বিহারের ছাদে, উঠানে কিংবা খোলা মাঠে দাঁড়িয়ে সবাই যখন...