০৭ অক্টোবর ২০২৫, ১১:৪৪ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১১:৪৫ এএম বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি ও ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা বলেছেন, যদি এ দেশে সত্যিকারের শান্তি, ন্যায়বিচার ও মানবতার সমাজ গঠন করতে চান, তবে ইসলাম ও খেলাফতের বিকল্প নেই। তিনি বলেন, ইসলামের মূলনীতি হলো ঐক্য, শান্তি ও প্রগতি। ইসলাম এমন এক পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা, যা মানুষের অন্তরে ন্যায় প্রতিষ্ঠা করে এবং সমাজে ভালোবাসা ও সহমর্মিতা ছড়িয়ে দেয়। আজ স্বার্থের রাজনীতিতে মানুষ দিশেহারা, কিন্তু আমরা যদি কুরআন-সুন্নাহর পথে ফিরে আসি, আল্লাহর হুকুমে শান্তি প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। সোমবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ফরিদপুরের সদরপুর উপজেলার আদু মোল্লার কান্দি গ্রামের জামিয়া ইসলামিয়া রিয়াজুল জান্নাত বালিকা মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক বিশাল...