ঢাকা: সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পর প্রথম সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) দেশটির নির্বাচন কর্তৃপক্ষ এ ফল ঘোষণা করে বলে জানান হয়। খবর আনাদোলু।পিপলস অ্যাসেম্বলি নির্বাচনের ফল ঘোষণা করে উচ্চতর কমিটির মুখপাত্র নাওয়ার নাজমেহ এক সংবাদ সম্মেলনে জানান, সংসদের দুই-তৃতীয়াংশ আসনের ফল চূড়ান্ত এবং তা আপিলযোগ্য নয়। অবশিষ্ট এক-তৃতীয়াংশ আসনে নিয়োগ দেবেন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা, যা নির্বাচন কমিশনের আওতায় পড়ে না।নাজমেহ জানান, প্রতিটি নির্বাচিত সদস্য রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সকল সিরীয় নাগরিকের প্রতিনিধিত্ব করবেন। নতুন সংসদকে 'যুগান্তকারী' আখ্যা দিয়ে তিনি বলেন, ১৩ বছরের সংঘাতকালীন সময়ে আহত ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ৪ শতাংশ আসন সংরক্ষিত রাখা হয়েছে। তবে নারী ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিনিধিত্বকে 'অপ্রতুল' বলেও স্বীকার করেন তিনি। খ্রিষ্টানদের জন্য মাত্র দুটি আসন বরাদ্দ করা হয়েছে,...