সাভার: আওয়ামী লীগের শাসনামলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংক দখল করে এস আলম গ্রুপের অবৈধ নিয়োগ বাতিল ও পাচারকৃত অর্থ ফেরত আনার দাবিতে সাভারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।সোমবার (৬ অক্টোবর) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর বাসস্টান্ড এলাকায় মানববন্ধন কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংকের গ্রাহকরা।মানববন্ধন থেকে বক্তারা বলেন, তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী নেতাদের সহযোগিতায় ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ৭০০০ লোক নিয়োগ করে এস আলম গ্রুপ। এছাড়া ব্যাংক থেকে হাতিয়ে নেয় হাজার হাজার কোটি টাকা। অবৈধভাবে নিয়োগ পাওয়া ব্যক্তিদের অবিলম্বে ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত করতে হবে। সেই সাথে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ দাবি করেন বক্তারা।এছাড়াও ব্যাংক লুটেরা দুর্ধর্ষ এস আলম গ্রুপের সকল ব্যবসা ও সম্পত্তি জব্দ করতে দুর্নীতি দমন কমিশন...