সাভারে অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাভার থানা এলাকায় ৬ অক্টোবর (সোমবার) রাতে অভিযানটি পরিচালিত হয়। গ্রেপ্তার আসামিদের নাম — মো. শাহআলী (৪২), পিতা: মৃত আহসান হাবীব, মাতা: ফিরোজা বেগম, সাং: নতুন আমগাঠা, পোস্ট: খাসেরহাট, থানা: মুন্সিগঞ্জ সদর, জেলা: মুন্সিগঞ্জ (আনোয়ারের বাড়ির ভাড়াটিয়া), থানা: সাভার, জেলা: ঢাকা; এবং মো. আতিক (৩৫), পিতা: কালু বেপারী, মাতা: ফিরোজা বেগম, সাং: রবীন্দ্রনগর, পোস্ট: মাদবপাশা, থানা: বাবুগঞ্জ, জেলা: বরিশাল (শাহজাহানের বাড়ির ভাড়াটিয়া)। ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জালাল উদ্দিন বলেন, ডিবির একটি দল সাভার থানার পাকিজা মোড়সংলগ্ন এলাকায় ৬ অক্টোবর রাতে ১০টার দিকে অভিযান চালিয়ে শাহআলী...