বিসিবির ইলেকশন নামের সিলেকশন প্রক্রিয়া শেষ। দেশের ইতিহাসের কলংকিত এই সিলেকশনে বেশ কিছু চমকপ্রদ “জিনিস” দেখা গিয়েছে; যা ছবিগুলোর মাধ্যমে আপনাদের ব্যাখ্যা করতে চাই। আপনাদের মনে আছে দুর্নীতির দায়ে অপসারিত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সাবেক এপিএস মোয়াজ্জেমের কথা? এই মোয়াজ্জেমকে একটা ক্লাবের প্রতিনিধি বানিয়েও; শেষমেশ ভোটার করা যায় নি। তবে নির্বাচনের দিন মোয়াজ্জেমের (লাল বৃত্ত চিহ্নিত) প্রভাব ছিল বেশ লক্ষণীয়।অন্যদিকে নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই জিহাদ (সবুজ বৃত্ত চিহ্নিত) নামের এক ব্যক্তিকে বিসিবিতে নিয়োগ দিয়েছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ব্যালট পেপার নিয়ন্ত্রণ ও তদারকি তিনিই করেছেন।তাছাড়া বিসিবির নির্বাচনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার রাজনৈতিক দল এনসিপির প্রভাবও ছিল লক্ষণীয়। অপরিপক্ক রাজনৈতিক দল এনসিপির কর্মীরা ভোটের দিন ভোট আয়োজনের স্থান...