সাম্প্রতিক সময়ে সামাজিক মাধ্যমে প্রাণী ও পরিবেশ রক্ষা নিয়ে সরব অবস্থান নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান জানান, তার ছোটবেলা থেকেই পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল পশুপাখির সঙ্গে। “আমাদের বাসায় ছোটবেলায় কুকুর, বিড়াল, হাঁস-মুরগি, ছাগল, পাখি এবং ময়না ও কবুতর ছিল। এমনকি আমাদের একটি খাঁচার মধ্যে ময়নাও ছিল, যেটি বরিশাল থেকে এনেছিলাম এবং বরিশালি ভাষায় কথাও বলতো,”। তিনি আরও বলেন, বিষয়টি হচ্ছে, ‘এরকম শুধু বিড়াল নয়, আমি এবং আমার ভাই যখন ছোট ছিলাম আমাদের একটি ছোট কুকুরও ছিল। ইভেন, তখন আমাদের বাসায় আম্মা হাঁস মুরগি পালতেন, ছাগলও ছিল আমাদের বাসায়। উনি ছাগলও কয়েকটি পালতেন। তো স্বাভাবিকভাবেই আপনি যেই দৃষ্টিকোণ থেকেই বলেন, পোষা কুকুর বিড়ালই বলেন, বাই দাদা ওয়ে কবুতরও ছিল আমাদের বাসায়। শুধু কবুতর না আমাদের বাসায় একটি...