বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রতি বিএনপির অবস্থান রাজনৈতিক, ব্যক্তিগত নয়। মঙ্গলবার (৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত তার সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, ‘আমরা চাই এই অন্তর্বর্তী সরকার সফল হোক। সংস্কারসহ একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বাধীন নির্বাচন আয়োজন করাই বর্তমান সরকারের মূল দায়িত্ব। আমরা প্রত্যাশা করি উনারা উনাদের দায়িত্ব সঠিকভাবে সম্পাদন করবেন। রাজনৈতিক দল হিসেবে এটাই আমাদের চাওয়া। কাজটি তারা কতটা সুন্দরভাবে করতে পারেন, সেটির ওপরই নির্ভর করবে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা। ’ অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে তার আগের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘যখন আমি বলেছিলাম জনমনে সন্দেহ আছে, তখন পর্যন্ত নির্বাচনের কোনো স্পষ্ট রোডম্যাপ ছিল না। সেই সময় শুধু আমার নয়, অনেকের মনেই প্রশ্ন ছিল। পরে ড. ইউনূস যখন...