০৭ অক্টোবর ২০২৫, ১১:৩৫ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১১:৩৮ এএম গাজীপুরের কোনাবাড়ীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে নিয়োগে অনিয়ম, অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, কোনাবাড়ীর উদ্যোগে প্রাণকেন্দ্রে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়োগ বাতিল, এস আলম গ্রুপের মাধ্যমে পাচার ও আত্মসাৎকৃত অর্থ ফেরত প্রদান, যোগ্য ও মেধাবীদের নিয়োগ নিশ্চিতকরণ এবং ব্যাংকের ভেতরে বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কোনাবাড়ী শিশু হাসপাতালের প্রধান অধ্যাপক ডা. মো. আমজাদ হোসেন প্রাক্তন বিভাগীয় প্রধান, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল, গাজীপুর। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও মোল্লা ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. নজরুল ইসলাম মোল্লা,...