যুক্তরাষ্ট্রের মিয়ামিতে বার্সেলোনা-ভিয়ারিয়ালের লা লিগার ম্যাচ আয়োজনের অনুমোদন আরও একধাপ অগ্রগতি পেল। উয়েফা জানিয়েছে, মিয়ামিতে ম্যাচটি আয়োজনের প্রস্তাব অনিচ্ছা সত্ত্বেও অনুমোদন করেছে তারা। ফিফার চূড়ান্ত অনুমোদন মিললে এটি হবে বিদেশের মাটিতে ইউরোপের শীর্ষ লিগগুলোর প্রথম কোন ম্যাচ। অস্ট্রেলিয়াতে সিরি আ’র এসি মিলান-কোমোর ম্যাচ হওয়ার কথা ছিল, যেটিরও অনুমোদন দিয়েছে উয়েফা। বিবৃতিতে উয়েফা জানিয়েছে, সংস্থাটি নিজ দেশের বাইরে ঘরোয়া লিগ খেলার ধারণার স্পষ্ট বিরোধিতা করে। কিন্তু ফিফার নিয়ম কাঠামোর উদ্ধৃতি দিয়ে তারা অনুরোধ অনুমোদন করেছে। ম্যাচগুলো আয়োজনের চূড়ান্ত সিদ্ধান্ত এখন ফিফার কাছে যাবে, যা কিছু নিয়ম কাঠামো রক্ষা করবে। রিয়াল মাদ্রিদ প্রথম থেকেই এমন সিদ্ধান্তের তীব্র বিরোধিতার করে আসছে। অস্ট্রেলিয়ার পার্থে হওয়ার কথা সিরি আ’র দল এসি মিলান এবং কোমোর ম্যাচটি, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সূচি থাকলেও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। উয়েফা জানিয়েছে,...