ভারতের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে দলে এসেছে বড় পরিবর্তন। বাদ পড়েছেন টপ অর্ডার ব্যাটার মার্নাস লাবুশেন, আর প্রথমবার ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন কুইন্সল্যান্ডের ব্যাটার ম্যাট রেনশ। লাবুশেনের বাদ পড়া খুব একটা অপ্রত্যাশিত নয়। গত ১০ ওয়ানডে ইনিংসে তার সর্বোচ্চ স্কোর মাত্র ৪৭। তাকে বাদ দেওয়ায় তিনি এখন শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের হয়ে খেলে টেস্ট দলে ফেরার লড়াইয়ে মনোযোগ দিতে পারবেন। অন্যদিকে, ২৯ বছর বয়সী রেনশো সাম্প্রতিক সময়ে দারুণ ফর্মে আছেন। অস্ট্রেলিয়া ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি করেছেন, আর গত কয়েক মৌসুমে ৫০-ওভারের ক্রিকেটে তার গড় প্রায় ৪৯। ২০২১ সালের পর থেকে সাত সেঞ্চুরির ছয়টিই এসেছে এই সময়ের মধ্যে। এছাড়া প্রায় এক বছর পর মিচেল স্টার্ক ফিরেছেন ওয়ানডে দলে। তিনি শেষ ওয়ানডে খেলেছিলেন...