বিগ ব্যাশে অভিষেক হতে যাচ্ছে রিশাদ হোসেনের। বাংলাদেশের তরুণ লেগ-স্পিনারকে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি আসরটির বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস। গত আসরেও রিশাদকে ড্রাফট থেকে দলে নিয়েছিল হোবার্ট। কিন্তু জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফর ও বিপিএলের জন্য শেষ পর্যন্ত বিগ ব্যাশে খেলা হয়নি তার। টি-টোয়েন্টি টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৪ ডিসেম্বর। এবার বিসিবির কাছ থেকে পুরো আসরে খেলার অনুমতি পেয়েছেন রিশাদ। নিজের শৈশবের হিরো রিকি পন্টিংয়ের কাছ থেকে শেখার জন্য বিগ ব্যাশে খেলতে মুখিয়ে আছেন ২৩ বছর বয়সি রিশাদ। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক পন্টিং এখন হোবার্টের হেড অব স্ট্র্যাটেজি। তার ইচ্ছায় রিশাদকে দলে নিয়েছে হোবার্ট। শারজায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে রোববার আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে সোমবার সকালে হোবার্টের এক অনলাইন বৈঠকে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন রিশাদ। পন্টিংয়ের কাছ থেকে...