নেত্রকোণার মোহনগঞ্জে থানা থেকে ১৫০ গজ দূরে নারায়ণ পাল (৪০) নামে এক মুদি দোকানের ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে পৌরশহরের বসুন্ধরা মোড় দক্ষিণ দৌলতপুরের থানার মোড়ে এই ব্যবসায়ীর নিজ দোকানের ভেতরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নারায়ণ পাল পৌরশহরের রাউতপাড়া এলাকার মৃত নিরো পালের ছেলে। তিনি থানার মোড়ে ‘নারায়ণ স্টোর’ নামে মুদি দোকান পরিচালনা করতেন। তার দুই ছেলে সন্তান সহ স্ত্রী রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ভেতরেই নারায়ণের রক্তাক্ত লাশ পড়ে ছিল। তবে কে বা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তা এখনো কেউ বলতে পারছেনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে দোকানের ভেতর গলাকাটা অবস্থায় রক্তাক্ত নারায়ণের লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। একইসঙ্গে আশপাশের...