‘সাইয়ারা’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখে তাক লাগিয়ে দিয়েছেন নবাগত অভিনেতা আহান পান্ডে। এ সিনেমার সাফল্যের পরই গুঞ্জন চাউর হয়, আলী আব্বাস জাফরের পরবর্তী সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন আহান। যদিও এ নিয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। তবে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস জানিয়েছে, আলী আব্বাস জাফরের নাম ঠিক না হওয়া সিনেমায় অভিনয় করবেন আহান পান্ডে। আর সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করবেন শর্বরী বাগ।আরো পড়ুন:প্রাক্তন প্রেমিকা দীপিকায় বুঁদ রণবীর কাপুর (ভিডিও)৫৮ বছর বয়সে বাবা হলেন আরবাজ একটি সূত্র ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস-কে বলেন, “সাইয়ারা’ সিনেমার মাধ্যমে ইতিহাস গড়েছেন আহান পান্ডে। দেশের জেন-জিদের কাছে আহান পান্ডে বড় তারকা অভিনেতায় পরিণত হয়েছেন। শতকোটি আয়ের ব্লকবাস্টার ‘মুঞ্জা’ সিনেমার অংশ অংশ ছিলেন শর্বরী।” আহান পান্ডের প্রশংসা করে সূত্রটি বলেন, “আপনার কাছে দুজন অসাধারণ অভিনেতা রয়েছেন; যারা...