বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিবিসি বাংলাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে দলের অবস্থান তুলে ধরেছেন। তারেক রহমান বলেন, “ভারত যদি বাংলাদেশের স্বৈরাচারী শাসনকে সমর্থন দিয়ে জনগণের বিরাগভাজন হয়, তবে সেখানে বিএনপির কিছু করার থাকবে না।” তাঁর মতে, বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে—তারা ভারতের সঙ্গে শীতল সম্পর্ক বজায় রাখবে, আর তিনি দেশের মানুষের এই মনোভাবের সঙ্গেই একমত। তিনি জোর দিয়ে বলেন, বাংলাদেশের জন্য তাঁর কাছে সর্বাগ্রে থাকবে *জাতীয় স্বার্থ।* দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ অক্ষুণ্ণ রেখে ভারতের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চান তাঁরা। সীমান্ত ও পানিবণ্টন ইস্যুতেও তারেক রহমান কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি বলেন,“অবশ্যই আমি আমার পানির হিস্যা চাই। আমি সীমান্তে আর একজন ফেলানীকে ঝুলতে দেখতে চাই না।” তিনি স্পষ্ট করে জানান,...