চলতি বছরে মুক্তি পাওয়া বলিউডের ব্যবসাসফল সিনেমা ‘সাইয়ারা’ দিয়ে রাতারাতি তারকাখ্যাতি পান অভিনেত্রী অনীত পাড্ডা। কিন্তু আলোর এই ঝলকানির পেছনে রয়েছে দীর্ঘ সংগ্রাম ও তিক্ত অভিজ্ঞতার গল্প। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সেই কঠিন শুরুর কথা খোলামেলা ভাবে জানিয়েছেন তিনি। অনীত জানান, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের খোঁজে থাকাকালে না বুঝেই তিনি একাধিক ভুয়া ওয়েবসাইটের ফাঁদে পড়েছিলেন। এসব ওয়েবসাইট তাকে অডিশনে ডাকার প্রলোভন দেখালেও শেষ পর্যন্ত কোনো কাজ মেলেনি। কাজের আশায় তিনি প্রায় ৫০ থেকে ৭০টি প্রযোজনা সংস্থায় নিজের আবেদনপত্র ও ছবি পাঠিয়েছিলেন। তখন তার বয়স ছিল মাত্র ১৭ বছর। আরো পড়ুন :যে কারণে সঞ্জয় দত্তের সঙ্গে প্রেম ভাঙেন মাধুরী বলিউডে বহুদিন ধরেই শোনা যায়, যাদের পরিবারের কেউ চলচ্চিত্র জগতে নেই, তাদের জন্য নিজের জায়গা তৈরি করা বেশ কঠিন। তথাকথিত এই ‘বহিরাগত’দের...