গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের ৮ জনকে গোপালগঞ্জ আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৭ জন টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গ্রাম্য চিকিৎসকের কাছে থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সোমবার (৬ অক্টোবর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের গওহরডাঙ্গা গ্রামের নলবাগান গ্রাম এ সংঘর্ষের ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর বলেন, সোমবার বিকেলে গওহরডাঙ্গা গ্রামের একটি গাছ থেকে ডাব পাড়তে যায় শ্রীরামকান্দি গ্রামের মশিউর উস্তার ছেলে রোহান উস্তা (২০) ও গওহরডাঙ্গা গ্রামের আকবর আলী খানের ছেলে সুমন খান (১৮)। তখন গাছ থেকে ডাব কে পাড়বে তাই নিয়ে তাদের মধ্যে বাক-বিতণ্ডা হয়। একপর্যায়ে তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুজনে । এ খবর দুই গ্রামে পৌঁছালে গ্রামের লোকজন ঢাল-সড়কি সহ...