আউটপোস্ট ইনচার্জ মনোজ শর্মার অভিযোগের ভিত্তিতে ইদ্রিশ, তসলিম, রিহান, গুলফাম ও হারুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এসএইচও বলেন, পাঁচজনকে হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত চলমান, আর যেকেউ যুক্ত থাকলে তার বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভারতের উত্তর প্রদেশের মাওয়ানা শহরে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা একটি পোস্টার লাগানোর ঘটনায় পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে শহরের প্রধান মোড়ের কাছে অনুমতি ছাড়াই পোস্টারটি লাগানো হয়। গত শনিবার (৪ অক্টোবর) স্থানীয়রা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাওয়ানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুনম যাদব জানিয়েছেন, আউটপোস্ট ইনচার্জ মনোজ শর্মার অভিযোগের ভিত্তিতে ইদ্রিশ, তসলিম, রিহান, গুলফাম ও হারুনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ধারা ৩৫৩ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। এসএইচও বলেন, পাঁচজনকে হেফাজতে...