আন্তনগর উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় প্রায় চার ঘণ্টা পর সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে কালনি এক্সপ্রেস। আজ মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ছয়টায় ছেড়ে যাওয়ার জন্য সিলেট রেলওয়ে স্টেশনে অপেক্ষারত ট্রেনটি শেষ পর্যন্ত সকাল ১০টার দিকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে। অপরদিকে আড়াই ঘণ্টা পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। সিলেট রেলওয়ের স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম জানান, মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় সিলেটের মোগলাবাজারে উদয়ন এক্সপ্রেসের চারটি বগি লাইনচ্যুত হলে সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল ১০টার দিকে লাইনচ্যুত কামরা সরিয়ে রেল চলাচল স্বাভাবিক করা হয়। এসময় সিলেট স্টেশনে আটকে পড়া কালনি এক্সপ্রেস ট্রেন প্রায় চার ঘণ্টা দেরিতে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। এর আগে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা আন্তনগর উদয়ন এক্সপ্রেসের অন্তত তিনটি বগি সিলেটের নিকটবর্তী মোগলাবাজারে লাইনচ্যুত...