বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্বে কে আসতে চলেছেন সেটি অনেকটা অনুমেয় ছিল। শেষপর্যন্ত তাই হয়েছে। চলতি বছরের মে মাসে প্রথমবার সভাপতির দায়িত্ব নিয়ে টি-টোয়েন্টি ইনিংস খেলার বলেছিলেন আমিনুল ইসলাম বুলবুল। এবার পরিচলনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হয়ে টেস্টের পথ ধরলেন তিনি। সভাপতি হওয়ার পর সংবাদ সম্মেলন তিনি জানালেন, চার বছরের পরিকল্পনা শুরু করে দিয়েছেন। সভাপতি হয়ে বুলবুল সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘বাংলাদেশ তো সবার। নির্বাচন শুধু ছোট্ট একটা আনুষ্ঠানিক ব্যাপার। চেষ্টা করব সকলের কাছে গিয়ে একসঙ্গে কাজ করে বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নিতে।’ পরবর্তী চার বছরের জন্য সভাপতির দায়িত্ব নিয়ে বুলবুল জানিয়ে দিলেন স্বল্পমেয়াদি ভাবনা এখন অতীত, তিনি এখন দীর্ঘমেয়াদি পরিকল্পনায় বিশ্বাসী। জাতীয় দলের সাবেক এই অধিনায়ক আইসিসির চাকরি ছেড়ে কেবল স্বল্প সময়ের...