গাজা থেকে ইসরায়েলে প্রজেক্টাইল নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজা থেকে ছোড়া একটি প্রজেক্টাইল প্রতিহত করেছে। ইসরায়েল হামাসের হামলার দুই বছর পূর্তির মধ্যেই এই খবর সামনে এলো। ২০২৩ সালে ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালিয়েছিল ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। সে সময় ১ হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয় এবং আরও প্রায় ২০০ জনকে জিম্মি হিসেবে নিয়ে যাওয়া হয়। ওই হামলার পরেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল। সে সময় থেকে এখন পর্যন্ত গাজায় দখলদার বাহিনীর হামলায় ৬৭ হাজার ১৬০ ফিলিস্তিনি নিহত এবং আরও ১ লাখ ৬৯ হাজার ৬৭৯ জন আহত হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, উত্তর গাজা উপত্যকা থেকে ইসরায়েলি ভূখণ্ডে একটি প্রজেক্টাইল শনাক্ত হয়েছে এবং সম্ভবত ওই এলাকায় পড়েছে। সে সময় গাজার উত্তর সীমান্তে নেটিভ...