মার্কিন লেখক এডগার অ্যালান পো'র জন্ম (১৮০৯) আমেরিকার বোস্টন শহরের এক সাংস্কৃতিক পরিবারে। অল্প বয়স থেকে পো'র স্বাধীন চিন্তাশক্তি বিকশিত হয়। কাছাকাছি সময়ে বাবা-মা দুজনই মারা যাবার কারণে ভার্জিনিয়ার রিচমন্ডে জন আ্যালান-এর পরিবারে আশ্রিত ছিলেন তিনি। ছোটবেলা থেকে অনেকটা নিঃসঙ্গতার মধ্যে বেড়ে ওঠেন পো। তখনই তাঁর মধ্যে এক অন্তর্লীন জটিল মনস্তত্ব দানা বেঁধে ওঠে। চারদিকের অবক্ষয়, মনোবিকলন, আর্থিক দৈন্যদশার চিত্র তাঁকে এতটাই বিমূঢ় করে রেখেছিল, তিনি যেন হয়ে উঠেছিলেন অনেকটা নিস্পৃহ স্বভাবের। হয়ত এই মনোবিকলনই স্পর্শকাতরতা বাড়িয়ে দিয়েছিল আর তাই তিনি মানুষের অন্তর্গত যন্ত্রণার গভীরে প্রবেশ করতে সক্ষম হতেন। বিপুল প্রতিভাধর এই মার্কিন কবি, ছোট গল্পকার, সম্পাদক, সমালোচকের প্রথম সাহিত্য প্রকাশ কবিতার মাধ্যমে। ১৮২৭ সালে তাঁর প্রথম কবিতার বই ‘টেমারলেন অ্যান্ড আদার পোয়েমস’ প্রকাশিত হয়। তবে ততদিনে তিনি নানান ধরনের...