বিশ্ববাজারে স্বর্ণের দাম কমার কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিন স্বর্ণের দাম ওঠানামা করছে। মাঝেমধ্যে কিছুটা কমলেও তা বাজারে কোনো প্রভাব ফেলতে পারছে না। কারণ, প্রায় দ্বিগুণ হারে মূল্যবৃদ্ধিতে সপ্তাহের ব্যবধানে সব রেকর্ড ভেঙে আকাশছোঁয়া দামে বিক্রি হচ্ছে মূল্যবান ধাতুটি। মঙ্গলবার (৭ অক্টোবর) রয়টার্স জানায়, সোমবার স্বর্ণের বিশ্ববাজার ছিল অস্থির। এ দিন স্পট মার্কেটে সেশনের শুরুতে স্বর্ণের দাম রেকর্ড ৩ হাজার ৯৬৯ দশমিক ৯১ ডলারে পৌঁছায়। অবশ্য পরে তা কমে প্রতি আউন্সে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৫৬ দশমিক ১৯ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৬ দশমিক ৩০ ডলারে। স্বাভাবিক চোখে স্পট মার্কেটে স্বর্ণের দাম কমলেও তা ধর্তব্য নয়। কারণ, এ সপ্তাহে ইতিহাসে প্রথমবার স্বর্ণের দাম ছুঁয়েছে ৩৯০০ ডলার।...