০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের আয়োজনে দিনব্যাপী সিএসই টেক ফেস্ট ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে শিক্ষার্থীরা প্রযুক্তি, সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান, প্রোগ্রামিং কুইজ প্রতিযোগিতা এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামসুল আলম লিটন। বিশেষ অতিথি ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। রিসোর্স পারসন উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন। প্রধান অতিথি শামসুল...