জাপানে প্রতিবছর প্রায় ১ লক্ষের বেশি মানুষ হঠাৎ করেই পরিচিত পরিবেশ থেকে নিখোঁজ হয়ে যান। তাদের পরিবার বা বন্ধু কেউই জানে না তারা কোথায় চলে গেছে। এই প্রথাকে জাপানি ভাষায় ‘জোহাৎসু’ বলা হয়, যার অর্থ “হঠাৎ করে উবে যাওয়া।” জোহাৎসুরা সাধারণত ঋণ, পারিবারিক অশান্তি, চাকরির চাপ বা ব্যর্থতার কারণে এই পথ বেছে নেন। তারা গোপনে পরিচিত স্থান ছেড়ে অচেনা বা নির্জন স্থানে চলে যান, যেখানে কেউ তাদের চেনে না। সেখানে তারা নতুনভাবে জীবন শুরু করে, বিভিন্ন কাজ করতে থাকে এবং পরিচিতদের থেকে দূরে থাকেন। এই ধরনের মানুষদের সহায়তার জন্য জাপানে বিশেষ সংস্থা তৈরি হয়েছে, যার নাম ‘নাইট মুভারস’। তারা সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে জোহাৎসুদের নতুন বাসস্থান, কাজ এবং জীবনযাত্রার বন্দোবস্ত করে দেয়। এজন্য সংস্থাটি পারিশ্রমিকও গ্রহণ করে। ১৯৯০-এর দশকে জাপানে...