বরিশালের এক গৃহবধূ স্বাভাবিক জন্মপ্রক্রিয়ায় একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। নবজাতকদের মধ্যে তিনজন ছেলে এবং দুইজন মেয়ে। সোমবার (৬ অক্টোবর) বরিশাল ডায়াবেটিক হাসপাতালের প্রসূতি বিভাগে পাঁচ সন্তানের জন্ম হয়। পরে তাদের বরিশাল শের- ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হয়। এ নিয়ে হইচই পড়ে গেছে পুরো বরিশাল জুড়ে। কোন ধরনের সিজার ছাড়া একসাথে পাঁচ নবজাতকের প্রসব এই প্রথম। পটুয়াখালীর বাউফল উপজেলার চাঁদকাঠি গ্রামের ২২ বছর বয়সী গৃহবধূ লামিয়া আক্তার পাঁচ বছরের দাম্পত্য জীবনে একসাথে পাঁচ সন্তানের জন্ম দিয়ে সুস্থ আছেন। লামিয়া আক্তার জানান, বিয়ের পর তারা জানতেন যে তার গর্ভে তিনটি সন্তান রয়েছে। তবে সোমবার সকালে হাসপাতালে ভর্তি হওয়ার পর জন্মের পর জানা যায়, একসাথে তিনি পাঁচ সন্তানের মা হয়েছেন। এর মধ্যে তিন ছেলে ও...