আদিত্যকে হাসপাতালে নিয়ে আসা তার গ্রামের প্রতিবেশী আলিফ হোসেন রোহান জানান, আদিত্যর বাড়ি কিশোরগঞ্জের সদর উপজেলার বয়লা গ্রামে। তিনি কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র। তবে বর্তমানে থাকতেন যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায়। সেখানে গত ১ বছর ধরে আইইএলটিএস করছিলেন। রোহান জানান, গতরাতে আদিত্য একটি নাম্বার থেকে তাকে কল করে জানান, শনিরআখড়ায় তাকে ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। তখন তিনি ঘটনাস্থলে গিয়ে আদিত্যকে হাসপাতালে নিয়ে আসেন। এরপর জানতে পারেন, নিজের ঔষধ কেনার জন্য রাতে বাসা থেকে বের হয়ে শনিরআখড়া আন্ডারপাস ব্রিজের নিচ দিয়ে যাচ্ছিলেন আদিত্য। তখন দুই কিশোর তার পথরোধ করে তার কাছে কি আছে বের করে দিতে বলে। প্রথমে তিনি দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে ধস্তাধস্তি হয় আদিত্যর। এ সময় পাশ থেকে আরও তিন যুবক এসে তাকে ধারালো...