সোমবার টানা পঞ্চমবারের মতো পুনরায় সরকারি অর্থায়ন চালুর বিল পাসে ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ের পৃথক প্রস্তাবই প্রয়োজনীয় ৬০ ভোটের সীমা পূরণ করতে ব্যর্থ হয়েছে। খবর বিবিসির। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই সতর্ক করেছিলেন, আবারও ভোট ব্যর্থ হলে ব্যাপক ছাঁটাই শুরু হতে পারে। এরই মধ্যে সরকারি তহবিল শেষ হয়ে যাওয়ায় হাজারো ফেডারেল কর্মচারী বেতন ছাড়াই কাজ করতে বা বাধ্যতামূলক ছুটিতে যেতে বাধ্য হয়েছেন। ডেমোক্র্যাটদের প্রস্তাব সোমবার ৪৫-৫০ ভোটে এবং রিপাবলিকানদের প্রস্তাব ৫২-৪২ ভোটে প্রত্যাখ্যাত হয়। ভোটের পরপরই ট্রাম্প সামাজিক মাধ্যমে ডেমোক্র্যাটদের দায়ী করে বলেন, আমি ডেমোক্র্যাটদের ব্যর্থ স্বাস্থ্যনীতি নিয়েও কাজ করতে প্রস্তুত, কিন্তু আগে তারা সরকার চালু করুক। ডেমোক্র্যাটরা বলছেন, রিপাবলিকানদের প্রস্তাব নিম্ন আয়ের মানুষের চিকিৎসা সুবিধা কমিয়ে দেবে। তারা চান নতুন বাজেট বিলের মধ্যে স্বাস্থ্যবিমা ভর্তুকি...