তিন বছর পর পর্যটক আর স্থানীয় দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে ‘কেওক্রাডং’। নিরাপত্তাজনিত কারণে দীর্ঘ তিন বছর বন্ধ ছিল বান্দরবারে রুমা উপজেলার ‘কেওক্রাডং’ পাহাড়চূড়া। ২০২২ সালের অক্টোবর থেকে এ পাহাড়ে পর্যটকদের যাতায়াত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে স্থানীয় প্রশাসন। এর পর থেকে কেবল বগালেক পর্যন্ত যাওয়ার অনুমতি ছিল। সম্প্রতি দুর্গা পূজা ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্ণিমা উৎসব ঘিরে টানা চার দিনের সরকারি ছুটি পান চাকরিজীবীরা। ছুটির এ মৌসুম ঘিরে পর্যটন ব্যবসায়ী এবং দর্শনার্থীদের পক্ষ থেকে ‘কেওক্রাডং’ খুলে দেওয়ার দাবি ছিল। অবশেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করে ১ অক্টোবর থেকে উন্মুক্ত করে দেওয়া হয় ‘কেওক্রাডং’ পাহাড়। প্রথম দিনই ৮০০ জনের বেশি পর্যটক সেখানে বেড়াতে যান বলে জানিয়েছেন রুমা উপজেলার পর্যটক গাইডরা। ‘কেওক্রাডং’ পাহাড়ের অবস্থান রুমা উপজেলার রেমাক্রি প্রাংসা ইউনিয়নে পড়েছে। বান্দরবান শহর...