০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৫, ১০:৪৮ এএম আশুলিয়ায় অগ্নিকান্ডে একটি ফার্মেসী, মুদি দোকান ও খাবার হোটেল ভস্মীভূত হয়েছে। এসময় আগুনে সমস্ত মালামাল পুড়ে যায়। এছাড়া অগ্নিকান্ডের ঘটনায় পাশের একটি স্কুলের দুটি কক্ষ ও কক্ষে থাকা ব্রেঞ্চ পুড়ে যায়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী মালিক পক্ষের। ফায়ারসার্ভিসের দুইটি ইউনিটের প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মঙ্গলবার (০৭ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে আশুলিয়ার শিমুলিয়া টেংগুরি পুকুরপাড় এলাকার হাজী জয়নাল আবেদীনের মালিকানাধীন মার্কেটে আগুনের এ ঘটনা ঘটে। স্থানীয় আনোয়ার হোসেন ও পরিতোষ সরকার জানান, ভোর সাড়ে ৫টার দিকে দোকানের ভেতর থেকে বিকট শব্দ হয়। দ্রুত এসে দেখেন দোকানে আগুন জ্বলছে। এসময় আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা করে এবং ফায়ারসার্ভিসে খবর দেন। খবর...