ঢাকাসহ সকল জেলা শিল্পকলায় একযোগে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার পালন করা হবে। সবার জন্য উন্মুক্ত আয়োজনটি সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে উদ্বোধন করা হবে। আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় তার জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠান ‘আবরার ফাহাদ : বাংলাদেশের সার্বভৌমত্বের নয়া প্রতীক ও আমাদের সংস্কৃতি’ অনুষ্ঠিত হবে। এ ছাড়াও আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে উপজীব্য করে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, আবরার ফাহাদের সাহস আর সংগ্রামকে নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র সারাদেশের জেলা শিল্পকলা একাডেমিতে একযোগে দেখানো হবে। আজ...