নিজস্ব প্রতিবেদক : মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে যুক্তরাষ্ট্র থেকে জাতিসংঘের অধিবেশন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা না থাকলেও আগামী জুলাইয়ে গৃহীত সনদ যদি সঠিকভাবে বাস্তবায়িত না হয়, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডা. তাহের আরও বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনকে গ্রহণযোগ্য করার জন্য সরকারের প্রতি আমার আহ্বান থাকবে। নির্বাচনের আগে জুলাই সনদের সুষ্ঠু বাস্তবায়ন অপরিহার্য। প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন হলে সেটি আদৌ সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।” তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তির ওপর নির্ভর করে সংস্কারগুলো করে নির্বাচন আয়োজন করতে হবে, তাহলেই দেশের জনগণ নির্বাচনে আস্থা রাখতে...