শীর্ষস্থানীয় কনটেন্ট নির্মাতাদের সোনার আংটি দিয়ে সম্মানিত করবে ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম। সোমবার নতুন এক ‘রিংস’ পুরস্কার চালুর ঘোষণা দিয়েছে ইনস্টাগ্রাম, যেখানে ২৫ জন নির্বাচিত কনটেন্ট নির্মাতাকে সোনার আংটি এবং তাদের প্রোফাইলের সঙ্গে মানানসই একটি বিশেষ ব্যাজ দেবে অ্যাপটি। তবে এই সম্মাননার সঙ্গে কোনো নগদ অর্থ থাকবে না। বিজয়ীদের নির্বাচন করবে বিশেষ এক প্যানেল। এ প্যানেলে সদস্যদের মধ্যে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি, চলচ্চিত্র নির্মাতা স্পাইক লি, ডিজাইনার মার্ক জেকবস ও জনপ্রিয় ইউটিউবার মার্কেস ব্রাউনলি থাকবেন বলে প্রতিবেদনে লিখেছে আমেরিকান সংবাদ মাধ্যম সিএনবিসি। এর আগে, নিজেদের কনটেন্ট নির্মাতাদের জন্য ‘বোনাস’ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছিল মেটা মালিকানাধীন ইনস্টাগ্রাম। ফলে পুরো শিল্পজুড়েই ব্র্যান্ড চুক্তির গতি কমে আসে। ঠিক এরপরই এ নতুন উদ্যোগ নিল মেটা। এতে অনেকের মনেই প্রশ্ন উঠছে, বিশ্বের অন্যতম ধনী কোম্পানি...