রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত এক স্মৃতিচারণমূলক আলোচনায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান শেয়ার করেন জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের গল্প। তিনি বলেন, “আমি তখন সুনামগঞ্জের এক সরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছিলাম। চাকরিতে যোগ দিয়েছি মাত্র এক বছর তিন মাস। হঠাৎ একদিন সিলেট থেকে ফোন এলো—পরদিন সকাল সাড়ে দশটায় জামায়াত অফিসে উপস্থিত থাকতে হবে। নৌকা আর রিকশা বদলে সিলেটে পৌঁছাতে পৌঁছাতে সময় হয়ে গেল প্রায় সাড়ে ১১টা।” “আমি পৌঁছানোর পর মিটিং শেষ হলেও দায়িত্বশীলরা আমাকে নিয়ে নতুন করে আলোচনা বসেন। তারা জানালেন, দল সিদ্ধান্ত নিয়েছে, আমাকে সিলেটে কাজ করতে হবে। আমি তখন বললাম, আমাকে ৩০ মিনিট সময় দিন।” তিনি জানান, মাত্র আধা ঘণ্টার মধ্যেই অফিসে বসেই তিনি চাকরি ছাড়ার চিঠি লিখে ফেলেন। সহকর্মীরা বিস্মিত হয়ে জানতে চান, পরিবারের...