এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, কিন্তু তিনি কোনোরকম আঘাত ছাড়াই রক্ষা পান।এদিকে সম্প্রতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই তাদের বাগদানের বিষয়ে কিছু ঘোষণা করেননি।তবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার ভাই অভিনেতা আনন্দ দেবরাকোন্ডা এবং তাদের বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীকে দেখা যায় পুট্টাপার্থির মন্দিরে। পুট্টাপার্থির মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান, ফুলের তোড়া ও সত্য সাই বাবার একটি ছবি উপহার দেন।ভিডিওতে ভক্তদের চোখে পড়ে বিজয়ের বাগদানের আংটি, যা নিয়ে আরও চর্চা শুরু হয়েছে। এদিকে সম্প্রতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই তাদের বাগদানের বিষয়ে কিছু ঘোষণা...